বাংলাদেশ

ধামইরহাট আলতাদিঘী শালবনে বিরল প্রজাতির বৃক্ষরোপন শুরু

  দেশান্তর প্রতিবেদন ১৪ জুন ২০২১ , ২:১৮:০৫

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটের ঐতিহাসিক শালবন জাতীয় উদ্যানে বিরল প্রজাতির ২২ হাজার ৫শত বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় শালবনের দাদনপুর মৌজার এ বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন ধাম‌ইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী মন্ডল।

এবিষয়ে উপজেলা বনবিট কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান বলেন,আলতাদিঘী শালবন জাতীয় উদ্যানে ইস্টার্ণ ইমপ্রেফমেন্ট শাল এসোসিয়েশন বাগানে আমলকি,হরিতকী,বহেরা,ডেউয়া,শাল,গর্জন,চাপালিশ,জারুল,ডাকি,জাম,পলাশ,শিমুল,গামার,তেঁতুল,সোনাআলু সহ ২২ প্রজাতির বিরল বৃক্ষের চারা রোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়,পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একেএম ফরহাদ জাহান,বনবিট কর্মকর্তা মো.আব্দুল মান্নান,ইউপি সদস্য চঞ্চল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 34

Sponsered content