সারা বাংলা

১০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

  দেশান্তর প্রতিবেদন ১৩ মে ২০২১ , ২:২০:৩২

নিজস্ব প্রতিবেদকঃ জয়পুরহাটে ‘আমাদের পুরানাপৈল’ নামক ফেসবুক গ্রুপের আয়োজনে অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় ।

জানা যায়, জয়পুরহাটের পুরানাপৈল ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের অসহায় দরিদ্রদের পূর্ববর্তী লিষ্ট করা ঠিকানায় বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বাড়ি বাড়ি ঈদ উপহার পৌঁছে দেয় “আমাদের পুরানাপৈল” নামক গ্রুপের এডমিন মডারেটর ।

সেমাই, চিনি, আটা, দুধ ছিলো প্রতিটি উপহার প্যাকেজে । এসময় উপস্থিত ছিলেন, ফিরুজ হোসাইন রাজ, মোঃ মুজাহিদ হোসাইন, রাকিব হোসেন , মোঃ হোসাইন, মোছাঃ মারিয়া এবং মোঃ সোহান ।

আমাদের পুরানাপৈল গ্রুপের এডমিন মোঃ মুজাহিদ হোসাইন দৈনিক দেশান্তর কে জানায় , “আমাদের পুরানাপৈল গ্রুপ থেকে আয়োজনের মূল কারণ এই ছোট্ট ঈদ উপহার সবার ঘরে ঘরে ঈদের আনন্দ পৌঁছে যাক এটাই আমাদের প্রত্যাশা। আমরা এর আগেও এই আমাদের পুরানাপৈল গ্রুপ থেকে গরীব অসহায় ব্যক্তিদের চিকিৎসাসেবা কাপড় এবং ঈদ উপহার এগুলো দিয়ে আসতেছি। এবারও তার ব্যতিক্রম নয়, উপহার পাওয়ার পর মানুষের মুখে হাঁসিটা অনেক পাওয়া আমাদের জন্য”

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 1

Sponsered content