সারা বাংলা

মুজিবনগর বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল

  দেশান্তর প্রতিবেদন ২১ ডিসেম্বর ২০২০ , ১:৪৫:০৪

মুজিবনগর বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টারঃ মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল করেছে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে মুজিববর্ষের উপহারস্বরুপ মেহেরপুরে “মুজিবনগর বিশ্ববিদ্যালয়” অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।

মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদের নেতৃত্বে বাদ্যের তালে তালে আনন্দ মিছিলটি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এক পথসভার মধ্য দিয়ে কর্মসূচীর সমাপ্তি হয়।

মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুলা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিব, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইব্রাহিম, সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন রেজা, সহ-সম্পাদক এজাজ আহমেদ, গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 1

Sponsered content