ধর্ম

শাল্লায় হিন্দুদের বাড়িঘরে হামলা : দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

  দেশান্তর প্রতিবেদন ২৬ মার্চ ২০২১ , ৮:৫০:৫৯

নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কুষ্টিয়াবাসী। গতকাল বুধবার ২৫ শে মার্চ (বৃহস্পতিবার) কুষ্টিয়া নবাব সিরাজুদ্দৌলা সড়ক সংলগ্ন শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গণে উক্ত বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন কুষ্টিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ পিপি এ্যাডঃ অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডঃ জয়দেব বিশ্বাস , হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডঃ সুধীর শর্মা, কুষ্টিয়া পৌর ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর কিশোর ঘোষ জগৎ। এসময় কুষ্টিয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানুষ উপস্থিত ছিলেন।

উক্ত মানববন্ধন ও সমাবেশে বক্তা রা বলেন, মামলাটি দ্রুত বিচার আইনে নেওয়ার দাবি জানিয়েছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি আমরা।

মামলাটি দ্রুত বিচার আইনে না নিলে আসামী রা সহজে জামিনে বেরিয়ে এসে এলাকার পরিস্থিতি আরও অশান্ত করবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 15

Sponsered content