দেশান্তর প্রতিবেদন ১২ ডিসেম্বর ২০২০ , ৯:২৩:৫৯
স্টাফ রিপোর্টারঃ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন “বিজয় নিশান উড়ছে ঐ” অনুষ্ঠানে গাইবেন চ্যানেল আই এর জনপ্রিয় ৬ জন শিল্পী।
ফজলে আজিম জুয়েলের প্রযোজনায় অনুষ্ঠানে যৌথভাবে গান গাইবেন চ্যানেল আই এর ক্ষুদে গানরাজ ২০০৮’র সাহাবুদ্দীন সাজ্জাদ উদয়, সেরা কন্ঠের শাহিন খান, ক্ষুদে গানরাজ ১৫’র নুজহাত সাবিহা পুষ্পিতা, বাংলার গান’১৬’র শারমিন আক্তার, বাংলার গান ১৬’র খাইরুল ওয়াসি ও টিভি ও রেডিওর নিয়মিত শিল্পী সাবনাম মুস্তারি প্রিয়াঙ্কা।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শ্রদ্ধাভাজন ব্যক্তিদের উপস্থিতিতে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন বিজয় নিশান উড়ছে ঐ অনুষ্ঠানের শুটিং কাজ শেষ হয়েছে ১০ ডিসেম্বর। আগামী ১৫ই ডিসেম্বর রাত ৯ টায় বাংলাদেশ টেলিভিশনের পর্দায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।