বাংলাদেশ

করোনা আক্রান্ত টেনিস তারকা অ্যান্ডি মারে

  দেশান্তর প্রতিবেদন ১৫ জানুয়ারি ২০২১ , ৪:২৯:৪৫

: করোনা আক্রান্ত টেনিস তারকা অ্যান্ডি মারে

নিউজ ডেস্ক

করোনা পজিটিভ ধরা পড়েছে ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারের। ফলে অস্ট্রেলিয়ান ওপেনে তার খেলা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।চলতি সপ্তাহেই বিশেষ চার্টার বিমানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাওয়ার কথা ছিল মারের। হঠাৎ করোনা ধরা পড়ায় আপাতত তাকে আইসোলেশনে থাকতে হবে কিছু দিন।

আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে। হাতে যদিও সময় আছে। কিন্তু করোনার ধাক্কা কাটিয়ে মারে কোর্টে ফিরতে পারবেন কি না, সেই অনিশ্চয়তা তো থাকছেই।

করোনার জন্য এবারের অস্ট্রেলিয়ান ওপেন নির্ধারিত সময়ের থেকে তিন সপ্তাহ পরে শুরু হচ্ছে। তারপরও সব রকমের সুরক্ষা ব্যবস্থা নেয়া হয়েছে।খেলোয়াড়দের মেলবোর্নে যাওয়ার জন্য ১৫টি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে।

বিমানে ওঠার আগে প্রত্যেককে করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। মেলবোর্নে পৌঁছানোর পর প্রত্যেকের আরও একবার কোভিড-১৯ পরীক্ষা হবে। সব পরীক্ষায় পাস করলে তবেই অনুশীলন শুরু করতে পারবেন খেলোয়াড়রা।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 34

Sponsered content