ক্যাম্পাস

রাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরইউএসসি জাতীয় সায়েন্স ফিয়েস্টা

  দেশান্তর প্রতিবেদন ৮ সেপ্টেম্বর ২০২৩ , ৬:১৪:১৭

মো: ইউসুফ হোসেন, রাবি: সপ্তমবারের মতো জাতীয় সায়েন্স ফিয়েস্টার আয়োজন করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) সায়েন্স ক্লাব। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় আয়োজিত এই উৎসবটি আগামি ১৪ ও ১৫ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ফিয়েস্টায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে অনলাইনে শুরু হওয়া রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ১০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

শুক্রবার বিকেলে সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ফিয়েস্টার আয়োজনে থাকছে সায়েন্স অলিম্পিয়াড, প্রজেক্ট শো, প্রোগ্রামিং কনটেস্ট, তিন মিনিট থিসিস প্রেজেন্টেশন, ওয়াল ম্যাগাজিন, পোস্টার প্রেজেন্টেশন, সায়েন্টিফিক স্টোরি রাইটিং, সায়েন্টিফিক পেইন্টিং, সায়েন্টিফিক স্পিচ, কেস সলভিং, রুবিক্স কিউব এবং ফটোগ্রাফি প্রতিযোগিতা। যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই অনুষ্ঠানে থাকছে এসোসিয়েট পার্টনার প্রথম আলো,টেলিভিশন পার্টনার যমুনা টেলিভিশন, রেডিও পার্টনার রেডিও পদ্মা,ম্যাগাজিন পার্টনার বিজ্ঞানচিন্তা,কিশোর আলো,ফটোগ্রাফি পার্টনার লেন্স এন্ড টেলস,ফুড পার্টনার বাংলা টিফিন,গেম পার্টনার আরএম কিউব কালেকশন, ইয়ুথ এংগেজমেন্ট পার্টনার পাবলিকিয়ান৷

প্রসঙ্গত, রাবি সায়েন্স ক্লাব ২০১৫ সালে যাত্রার পর থেকেই রাজশাহীসহ সারা দেশে বিজ্ঞান প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ক্লাবটি আয়োজন করতে যাচ্ছে ‘সপ্তম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২৩’।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 157

Sponsered content