সারা বাংলা

ধামইরহাটে শিশুর প্রতি সহিংসতা রোধে সংলাপ অনুষ্ঠিত

  দেশান্তর প্রতিবেদন ১৯ আগস্ট ২০২৩ , ৩:৪৫:১৪

নওগাঁর ধামইরহাটে শিশুর প্রতি সহিংসতা রোধে ধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বেগুনবাড়ী খ্রিষ্টান মিশনে জাহানপুর ইউনিয়ন চ্যাট কমিটির আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ধামইরহাট এপির সহযোগিতায় এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলান মো.আখেরুজ্জামান। সাংবাদিক হারুন আল রশীদের সঞ্চালনায় সংলাগে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মুকুল কুমার বৈরাগী,মুফতি মো.শহীদুল ইসলাম,সহকারি শিক্ষক ইমরান গনি,পুরোহিত গোস্টু চন্দ্র ঠাকুর,ইমাম মামুনুর রশিদ,খ্রিস্টান ধর্মের প্রার্থনা পরিচালক হিলারিউস সরেন,ইমাম আবু জাফর,পুরোহিত গোবিন্দ চক্রবতী,চ্যাট সদস্য মতিবুল ইসলাম,সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম,ইমাম রানা হোসেন,মুয়াজ্জিন আজাদুল ইসলাম,মুয়াজ্জিন রুহুল আমিন,ফ্যাসিলিটেটর সোহানা আকতার,মুন্নি রাণী,লাভলী তপ্ন,সঞ্চিয়তা টুডু,রিফাত হোসেন,রুবেল হোসেন প্রমুখ।

সংলাপ অনুষ্ঠানে উপস্থিত ১৫ জন ধর্মীয় নেতৃবৃন্দ শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়া যাওয়ার অঙ্গীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 1

Sponsered content