দেশান্তর প্রতিবেদন ১৬ আগস্ট ২০২৩ , ৪:০৩:৫০
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটি (সিএফএইচ) এর যশোর জেলা এম্বাসেডর হলেন জাহিদ হাসান। কাম ফর হিউম্যানিটির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
নবনিযুক্ত এম্বাসেডর জাহিদ হাসান যশোর ক্যান্টনমেন্ট কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। তিনি জেলার বাঘারপাড়া উপজেলার শলুয়া গ্রামের সন্তান।
স্বপ্নবাজ তারুন্যদের সাথে নিয়ে মানবিক বাংলাদেশের স্বপ্ন পূরণ তথা মানবিক দেশ গড়াতে দেশব্যাপী কাজ করছে সংগঠনটি । এটি অন্যতম সুনামধন্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
নবনিযুক্ত জেলা এম্বাসেডর জাহিদ হাসান বলেন, মানবিক বাংলাদেশ ও সমাজ গড়তে আমরা বদ্ধপরিকর। সমাজের অবক্ষয় রোধ, বাল্যবিবাহ, শিশু নির্যাতন, অসহায় মানুষের সেবাসহ যাবতীয় মানবিক কাজে যশোরের তরুণদের নিয়ে একসাথে কাজ করবো। এছাড়াও সারাদেশে তারুণ্যের নেটওয়ার্ক গড়ে তুলতেও কাজ করবে কাম ফর হিউম্যানিটি।
তারা বিশ্ব মানচিত্রে একে দিতে চায় মানবিক সমৃদ্ধশীল বাংলাদেশের নাম। সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মামুন অর রশিদ বিজন এর নেতৃত্বে এটি ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর যাত্রা শুরু করে সংগঠনটি ।বর্তমানে এখানে প্রায় পাঁচ হাজার জন স্বেচ্ছাসেবী রয়েছে। এই সংগঠনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে করোনাকালীন সময়ে খাদ্য উপহার, বিনামূল্যে অক্সিজেন সেবা, বন্যার্তদের সাহায্য করা, অস্বচ্ছলের পাশে দাঁড়ানো, বৃক্ষরোপণ কার্যক্রম ইত্যাদি।