দেশান্তর প্রতিবেদন ১৬ আগস্ট ২০২৩ , ৩:৪৭:০১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত পূ্র্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ মুক্তি পেয়েছে শুক্রবার (১১ আগস্ট)। এই দিন দুপুর ২টায় চলচ্চিত্রটির ফার্স্ট ডের ফার্স্ট শো হয় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। মুক্তির এই প্রথম শো -তে চলচ্চিত্রটি হাউজফুল হওয়ার পর একইদিন সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটের দ্বিতীয় শো-ও দর্শকনন্দিত হয়ে হাউসফুল হয়েছে। এদিকে সিনেমাটি বুধবার, ১৬ আগস্ট ৬ষ্ঠ দিনে পদার্পণ করলেও দর্শকের ভালোবাসায় একই ধারবাহিকতা ধরে রেখেছে।
এদিন বিকেল সাড়ে ৪ টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সাথে কথা বলে এই তথ্য জানা যায়।
তারা জানায়, মাইক চলচ্চিত্রটি গত ৬ দিনে খুবই ভালো গিয়েছে৷ প্রত্যেকদিন দুটি করে শো হচ্ছে। একটা শো দুপুর ২ টায় আরেকটা সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে।
এদিন সরেজমিনে দেখা যায়,মাইক চলচ্চিত্রটি দেখতে শিক্ষার্থীদের ভিড়ও ছিল লক্ষ্যণীয়। তারা দলে দলে এসে মুভিটি দেখে গ্রুপ ছবি তুলে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
এই বিষয়ে জানতে চাইলে কয়েকজন শিক্ষার্থী বলেন,বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র হলো মাইক। সিনেমাটি শিশুতোষ ও জাগ্রত ইতিহাস ভিত্তিক হওয়ায় আমরা স্কুল ছুটির পর বন্ধুরা মিলে দেখতে এসেছি। আর দেখে খুবই ভালো লেগেছে। এই সিনেমার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসসহ জাতির জনকের বিশ্ব কাঁপানো ভাষণ সম্পর্কে জানতে পেরেছি।
যে সকল সিনেমা হলে ‘মাইক’ প্রদর্শিত হচ্ছে:
★ স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি। প্রথম শো দুপুর ২টা, দ্বিতীয় শো সন্ধ্যা ৭.৩৫ মিনিটে।
★ লায়ন সিনেমা (জয় সিনেমাস), কেরাণীগঞ্জ
★ রুট সিনেপ্লেক্স, সিরাজগঞ্জ
★ আনন্দ সিনেপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর
★ সিলভার স্কিন, চট্টগ্রাম
★ ফ্যান্টাসি, দিয়াবাড়ি, উত্তরা
★ আজাদ, জনসন রোড, রায়সাহেব বাজার
★গ্রান্ড সিলেট মুভি থিয়েটার, সিলেট
লেখক, কলামিস্ট ও সংগঠক এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল।
গত ২৯ মে চলচ্চিত্রটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছিল। ‘মাইক’ চলচ্চিত্রটি দেখে সেন্সরবোর্ডের সদস্যরা ভূয়সী প্রশংসা করেন। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে এ ধরনের সিনেমা নির্মাণকে তারা সাধুবাদ জানিয়েছেন। গত ২৮ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
‘মাইক’ সিনেমায় অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা তারিক আনাম খান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী তানভীন সুইটি, অভিনেতা নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, খোন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিত প্রমুখ।