দেশান্তর প্রতিবেদন ১৬ আগস্ট ২০২৩ , ৬:৩০:০৬
জাতীয় শোক দিবস উপলক্ষে ও সবুজ মাগুরা গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কাম ফর হিউম্যানিটি মাগুরা ইউনিটের স্বেচ্ছাসেবকরা।
মঙ্গলবার (১৫ আগস্ট) জেলার শালিখা উপজেলার তালখড়ি গ্রামের রাস্তা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মাঠে ফলজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাম ফর হিউম্যানিটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মামুন অর রশিদ বিজন, সাংগঠনিক সম্পাদক ও মাগুরা ডিস্ট্রিক্ট এম্বাসেডর মেহেদী হাসান, মাগুরা টিমের সমন্বয়ক ইমন আহমেদ, সংগঠনের শুভেচ্ছাদূত সুরুজ আলম (এস আলম), শান আহমেদ শান্ত, নাঈম হোসেন রাব্বী, প্রান্ত সেন, রনি আহমেদ, রিন্টু প্রমুখ।
এসো মোরা করি কাজ, মানবতার কল্যাণে গড়ি সমৃদ্ধ সমাজ শ্লোগান নিয়ে ২০১৮ সাল থেকে মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন ধারণ করে দেশব্যাপী যাত্রা শুরু করে কাম ফর হিউম্যানিটি -সিএফএইচ।