সারা বাংলা

যশোরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

  দেশান্তর প্রতিবেদন ১৩ আগস্ট ২০২৩ , ১:১৭:২৬

যশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

যশোর সদর উপজেলায় আজ যশোর-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই ইজিবাইক আরোহী নিহত হয়েছেন।

আজ রোববার বিকেল ৩টায় যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সৈয়দ সাইদ মোল্যা (৬০) যশোর সদর উপজেলার ঘুনী গ্রামের বাসিন্দা। অপর নিহত এক বৃদ্ধের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রোববার বেলা প্রায় ৩টার দিকে নওয়াপাড়াগামী একটি ইজিবাইককে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের দুই আরোহী নিহত হন।

এ সময় ইজিবাইকের আরও পাঁচ আরোহী গুরুতর আহত হন। নিহতদের মরদেহ এবং আহতদের যশোর ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, ঘাতক ট্রাকটি জব্দ ও ট্রাক চালকের সহকারী নয়নকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 1

Sponsered content