দেশান্তর প্রতিবেদন ৪ ডিসেম্বর ২০২০ , ৩:২৮:১৬
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ছাত্রলীগ গাংনী উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম সেন্টু সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক।
গতকাল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। আমিনুল ইসলাম সেন্টুকে সভাপতি ও আসিফ ইকবাল অনিককে সাধারণ সম্পাদক মনোনীত করে আগামী ১ বছর মেয়াদি কমিটি অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।
উল্লেখ্য একই বিজ্ঞপ্তিতে গাংনী উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আজ শুক্রবার গাংনী শহরে নবনির্বাচিত উপজেলা ও পৌর শাখাকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
সভাপতি আমিনুল ইসলাম সেন্টু এবং সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক মেহেরপুর জেলা ছাত্রলীগসহ কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।