দেশান্তর প্রতিবেদন ৩ মার্চ ২০২৩ , ৩:৩১:৪২
বাবার ভালোবাসা
সানজিদা বারী
এক জন মেয়ের
জীবনের সর্ব প্রথম পুরুষ মানুষের
ভালোবাসাটা হলো তাঁর বাবার।
এক জন মেয়ের
জীবনের প্রথম প্রেমিক পুরুষ
হলো তাঁর বাবা।
এক জন মেয়ের
জীবনের প্রথম পুরুষের
স্পর্শ হল তার বাবার।
এক জন মেয়ের
জীবনে প্রথম বুকে জড়িয়ে ধরা পুরুষটা
হলো তার বাবা।
একজন মেয়ের
জীবনের প্রথম চুম্বন হলো
তাঁর বাবার ।
একজন মেয়ের
জীবনের প্রথম শরীরে গন্ধ
হলো তাঁর বাবার।
এক জন মেয়ের
জীবনের সর্ব প্রথম সঙ্গী
হলো তাঁর বাবা।
এক জন মেয়ে
জীবনের প্রথম ভালোবাসা,,
মায়া মমতার বন্ধন হলো তাঁর বাবার।
এক জন মেয়ে
জীবনের সব চেয়ে বেশী,
সব চেয়ে আপন,, সব চেয়ে কাছের
প্রথম পুরুষ বন্ধুটা হলো তাঁর বাবা
পৃথিবীর প্রতি বাবার কাছে
তাঁর মেয়ে রাজকন্যা ।
মেয়েটি যখন বড় হয়
মেয়েটির বিয়ের সময় তাঁর বাবা
তাঁরা বর কে বলে।
আমি আমার কলিজার টুকরাটা কে
তোমার হাতে তুলে দিলাম।
তুমি তাঁকে ভালোবেসো,
তাঁকে তুমি আগলে রেখো,
আমার মেয়ের খেয়াল রেখো
সে যদি অন্যয় করে তাঁকে বুঝিয়ে বলো।
যদি কোন কারনে আমার মেয়ে
তোমার সমস্যা কারন হয়
তাহলে তুমি তাঁর গায়ে হাত তুলো না।
আমার মেয়ে কে আমার কাছে
ফিরিয়ে দিও কখনো কোনো মেয়ে
তাঁর বাবার কাছে বোঝা হয় না।
পৃথিবীতে প্রতিটা মেয়ে তাঁর
বাবার জীবন হয়ে থাকে।
আর পৃথিবীতে প্রতিটা মেয়ে
বাবার জন্য দূর্বল হয়ে থাকে
বাবা মেয়ে সম্পর্ক সব সময় অটুট থাকে।
পৃথিবীতে প্রতিটা বাবা তাঁর
মেয়ের মাঝে খুঁজে পায় তাঁর মাকে।