শিক্ষা ও সাহিত্য

আজকের জন্য বাঁচি কবি  অসিত কুমার পাল

  দেশান্তর প্রতিবেদন ২০ নভেম্বর ২০২২ , ১:৫৮:৫৪

শিশু দিবস কবি কার্ত্তিক মণ্ডল
আজকের জন্য বাঁচি
   অসিত কুমার পাল
গতকাল কি হয়েছিল
তা মনে রাখতে চাই না,
শুধু আজকের দিনটা বাঁচতে চাই ।
আগামীকাল কি হবে
ভাবনা করে কাজ কি,
আজ মারা গেলে কাল দুদিন হবে ।
আগেকার যত দুঃখ ব্যথা
মনে রেখে কোন লাভ নেই,
আজকের দিনটা বাঁচব ইচ্ছা মত ।
ভবিষ্যতের সুখের কল্পনা
সব কিছু মিথ্যা হতে পারে,
আজকের দিনে বাঁচি নিজের মত ।
অতীতে কবে ঘি খেয়েছি
আজ শুঁকলে গন্ধ পাব না,
আজ পান্তায় নুন জুটলেই যথেষ্ঠ ।
আগামী দুর্দশার কথা ভেবে
আজকে ভাবনা করব কেন,
যে কটা দিন পারি সুখেই বেঁচে নিই ।
   অসিত কুমার পাল/শাবলু শাহাবউদ্দিন
সংবাদটি শেয়ার করুন