শিক্ষা ও সাহিত্য

আগামী কবি গোপাল চন্দ্র মণ্ডল

  দেশান্তর প্রতিবেদন ১৫ নভেম্বর ২০২২ , ৬:৫৯:১৯

আগামী কবি গোপাল চন্দ্র মণ্ডল

আগামী
— গোপাল চন্দ্র মণ্ডল

আজ আমার কাছে কেবলই সম্বল…
ছোট ছোট দুটি পাতা
তবে অনেক আশা মনের মধ্যে
তোমরা আমাকে বড় করে তুলবে
অনেক বড়…
তখন দেখবে আমি অনেক দায়িত্ব নেব কাঁধে
তোমাদের ছায়া দেব…
ক্লান্ত শরীরের উপর
শুধু তাই নয়
আশ্রয় দেব মাঝে মাঝে
যখন কোন হিংস্র পশু তোমাকে তাড়া করে আসবে
তখন আমি কোলে তুলে নেব
আর…
ক্ষুধার্থ; না খেতে পাওয়া মানুষের মুখে
আমি ফল তুলে দেব জীবনভর।

সংবাদটি শেয়ার করুন