ক্যাম্পাস

ক্যান্সার সচেতনতায় ইবি ক্যাপের উঠান বৈঠক

  দেশান্তর প্রতিবেদন ১৫ সেপ্টেম্বর ২০২২ , ৪:১০:৩৬

ক্যান্সার সচেতনতায় ইবি ক্যাপের উঠান বৈঠক

মোতালেব বিশ্বাস, ইবি: যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়! এই স্লোগান সামনে রেখে ক্যান্সার এ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ), ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা নারীদের ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠকের আয়োজন করছে।

বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) ক্যাপের মাসিক কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জের দহকোলা গ্রামে ক্যাপের সদস্য ফারজানা আক্তার স্বার্ণার বাসায় ক্যান্সার সচেতনতা বিষয়ক এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ক্যাপ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সিয়াম মির্জা, সাবেক সাধারণ সম্পাদক নাজনীন সুলতানা মেঘ সহ সাধারণ সদস্যবৃন্দ। সভাপতি সিয়াম মির্জার নেতৃত্বে একটি প্রতিনিধি টিম ফারজানা আক্তার স্বার্ণার বাসায় পৌঁছায় । সেখানে পূর্বেই দহকোলা গ্রামের মা-বোনরা অপেক্ষারত ছিলেন। উক্ত উঠান বৈঠকে নুসরাত জাহান তিশার সঞ্চালনায় প্রথমেই স্তন ক্যান্সার নিয়ে বক্তব্য রাখেন সুমাইয়া কলি ও জরায়ু মুখ ক্যান্সার নিয়ে কথা বলেন সাদিয়া মুবাশ্বিরা।

সর্বশেষে প্রশ্ন উত্তর পর্ব পরিচালনা করেন নাজনীন সুলতানা মেঘ।উপস্থিত মা-বোনদের তথ্য সংগ্রহ করেন ফাবিহা বুশরা ও রুহানী চৌধুরী। উক্ত উঠান বৈঠক শেষে কয়েকজন মা তাদের সমস্যার কথা জানিয়েছে। উপস্থিত ক্যাপ সদস্যরা তাদের যথাযথ দিকনির্দেশনা দিয়েছেন পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলেছেন।

উল্লেখ্য, পৃথিবীর অন্যান্য দেশের মত বর্তমানে বাংলাদেশের নারীরাও সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন স্তন ও জরায়ুমুখ ক্যান্সারে। বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় যে, আমাদের দেশে প্রতি বছর স্তন ক্যান্সার ও জরায়ু মুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে প্রায় ২২ হাজার নারী। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এর তথ্য মতে আমাদের দেশে নারীদের বেশির ভাগ ক্যান্সার চিহ্নিত হচ্ছে অনেক দেরিতে অর্থাৎ এডভান্স স্টেজে। আর এর বড় কারণ হলো সচেতনতার অভাব।

সভাপতি সিয়াম মির্জা বলেন, ক্যাপের উদ্দেশ্যই মূলত প্রান্তিক এলাকায় আমাদের মা-বোনদের স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। দেশের সর্বশেষ মা-বোনটিকে সচেতন না করা পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আমি বিশ্বাস করি আমাদের সকলের প্রচেষ্টায় বাংলাদেশ থেকে একদিন ক্যান্সার নির্মূল হবে।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 157

Sponsered content