ক্যাম্পাস

রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি আশরাফ উজ-জামান

  দেশান্তর প্রতিবেদন ১৫ সেপ্টেম্বর ২০২২ , ২:০৯:৫৫

রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি আশরাফ উজ-জামান

মারুফ হাসান, রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. আশরাফ উজ-জামান। বিভাগীয় কার্যালয়ে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় সদ্য বিদায়ী সভাপতি ড. মাহাবুবুর রহমান তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব গ্রহন করেন তিনি।

দায়িত্ব গ্রহণ শেষে অধ্যাপক আশরাফ উজ-জামান বলেন, ‘ইসলামিক স্টাডিজ বিভাগের গৌরব ও মর্যাদা সমুন্নত রেখে বিভাগের একাডেমিক শিক্ষার মানোন্নয়ন করাসহ গবেষণা কার্যক্রমকে আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। এজন্য বিভাগের সব শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ইসলামিক স্টাডিজ বিভাগের ১১ তম সভাপতি হলেন অধ্যাপক ড.মো আশরাফ উজ-জামান। তিনি ১৯৯২ সালে বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে প্রথম শ্রেণীতে স্নাতক ও একই বিভাগ থেকে ১৯৯৩ সালে স্নাতকোত্তর কৃতিত্বের সাথে শেষ করেন।

এরপর ২০০০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করে ওই বছরেই নিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে ২০০১ সালে সহকারী, ২০০৭ সালে সহযোগী এবং ২০১২ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

অধ্যাপক আশরাফ উজ-জামান বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তরে সহযোগী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কিমিটির সদস্য ছিলেন। ২০১৬ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হন। ওছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য, বিশ্বিবদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সদস্য এবং পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ, ইতিহাস একাডেমির আজীবন সদস্য।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 157

Sponsered content