বাংলাদেশ

সিলেট কারাগারে কয়েদির আত্মহত্যা, কারারক্ষী বহিষ্কার

  দেশান্তর প্রতিবেদন ১০ জানুয়ারি ২০২১ , ৭:২৯:০৮

নিজস্ব প্রতিবেদক:সিলেট কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি আত্মহত্যা করেছেন। কারাবন্দির আত্মহত্যার ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে শাহিনুল হক নামে এক কারারক্ষীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (১০ জানুয়ারি) মরদেহ হস্তান্তরের কথা রয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, কারাগারের সেলের ভেতরে গ্রিলের সঙ্গে ঝুলে রুবেল মিয়া নামে কয়েদি আত্মহত্যা করেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

শুক্রবার (৮ জানুয়ারি) রাতে রুবেল মিয়া কারাগারে নিজ সেলের ভেতরে আত্মহত্যার চেষ্টা চালান। মুমূর্ষু অবস্থায় রাতে তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে,রুবেল মিয়া একটি হত্যা মামলায় ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত। চার বছর ধরে তিনি সিলেট কারাগারে ছিলেন। রুবেল কুমিল্লা জেলার লাকসাম এলাকার হাসেম মিয়ার ছেলে। রুবেলের মরদেহ ময়নাতদন্ত শেষে ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রোববার তার আত্মীয়স্বজনের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 34

Sponsered content