দেশান্তর প্রতিবেদন ২৬ জুলাই ২০২২ , ৭:৪৯:৩৮
নতুন সংসারে সুখেই সময় কাটছে পূর্ণিমার। স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে আনন্দঘন পরিবেশে আছেন তিনি। তবে তার ফের বিয়ের পিঁড়িতে বসাটা ভালোভাবে নিচ্ছেন না নেটিজেনরা। চলছে আলোচনা ও সমালোচনা। কিন্তু এসবে পাত্তা দিচ্ছেন না তিনি। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন সে কথা।
বিয়ে নিয়ে নেতিবাচক আলোচনা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘যেকোনো ঘটনা কিংবা বিষয়ে মানুষের ইতিবাচকের পাশাপাশি নেতিবাচক কর্মকাণ্ড দেখা যায়। এটা সবসময়ই হয়। আমি সেসব নিয়ে মোটেও ভাবি না।’
বিয়ে করে খারাপ কিছু করেননি উল্লেখ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি তো নেতিবাচক কাজ করিনি। তাই কোনো ধরনের সমালোচনা গুরুত্ব দিচ্ছি না। যারা নিন্দুক, তারা সব সময় নিন্দাই করবেন। তার জন্য কি থেমে থাকব? মোটেও না।’
গত ২৭ মে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। যদিও সে খবর জানাজানি হয়েছে প্রায় ২ মাস পর। পূর্ণিমার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। এটি এ নায়িকার দ্বিতীয় বিয়ে। তার স্বামীর নাম আহমেদ ফাহাদ জামাল। সে সংসারে আরশিয়া উমাইজা নামে একটি মেয়ে সন্তান রয়েছে।