দেশান্তর প্রতিবেদন ২৪ জুলাই ২০২২ , ২:০৮:২৫
মোসফিকা আক্তার, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ;-এই প্রতিপাদ্য বিষযকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
এ উপলক্ষে রোববার বেলা ১০ ঘটিকার সময় উপজেলা মিলনায়তনে সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভা, র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আব্দুল মান্নানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, নার্গিস সরকার, মৎস্য অফিসার রুজিনা পারভিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রুজিনা আক্তার, সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক সহ উপজেলা দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও উপজেলার শতাধিক মৎস্যজীবী।
অনুষ্ঠানে তিনজন মৎস্যজীবীকে পুরস্কৃত করা হয়েছে।