রাজনীতি

জবিতে নেতা ছাত্রদলের সভাপতি, কর্মী ছাত্রলীগের

  দেশান্তর প্রতিবেদন ৩ জুলাই ২০২২ , ১০:৩৭:০৮

জবিতে নেতা ছাত্রদলের সভাপতি, কর্মী ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদকঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটা অংশ স্থগিত হওয়া কমিটির সভাপতি ইব্রাহিম ফরাজির বিরুদ্ধে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনেছেন।

তাদের ভাষ্যমতে, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে ছাত্রদল নতুন কমিটির সভাপতি আসাদুজ্জামান আসলামের দলে ভেড়েন একই এলাকার ছেলে ইব্রাহিম ফরাজি। দেখা যায় সরকারবিরোধী মিছিল-মিটিংয়েও। নির্বাচনে আওয়ামিলীগ সরকার পুনরায় সরকার গঠন করলে ইব্রাহিম ফরাজি ফিরে আসেন ছাত্রলীগে। এই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে দলীয় কর্মীদের হাতে মারধরের শিকার হন ফরাজি। তৎকালীন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির নেতারা প্রক্টর অফিসে বসে বিষয়টা মিউচুয়াল করেছেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই কমিটির এক যুগ্ম আহ্বায়ক জানান, মিউচুয়াল করার সময়ে তিনিও সেখানে ছিলেন। ছাত্রদল করতেন বলে অনেকেই তখন ইব্রাহিম ফরাজির বিরুদ্ধে অভিযোগ করেছেন। তবে পরবর্তীতে সে ছাত্রলীগ করেছেন পদও পেয়েছেন। আর এখনতো সভাপতি।

তবে এ বিষয়ে ছাত্রদল সভাপতি আসলাম বলেন, আমি অতীতের কিছু আর স্মরণ করতে চাই না। এ বিষয়ে মন্তব্যও করবোনা।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 22

Sponsered content