বিশ্ববিদ্যালয়

এসআই নিয়োগ পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৭ জন সুপারিশপ্রাপ্ত।

  দেশান্তর প্রতিবেদন ২৮ জুন ২০২২ , ৭:৪৪:৪১

এসআই নিয়োগ পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৭ জন সুপারিশপ্রাপ্ত

আরিফ,ববিঃ-

সম্প্রতি ৩৯ তম পুলিশ সাব ইন্সপেক্টর (এসআই) নিয়োগ পরীক্ষা ২০২১ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এ পরিক্ষায় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মঙ্গলবার (২৮ শে জুন) পরিক্ষায় চুড়ান্তভাবে সুপারিশ প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে। প্রতি বারের মতো এবারও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরা এ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। এ নিয়োগ পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করে। সর্বশেষ তথ্যমতে, ৩৯ তম এসআই নিয়োগ পরিক্ষা-২০২১ এ এসআই পদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৭ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এসআই পদে সুপারিশ প্রাপ্তদের মধ্যে,মার্কেটিং বিভাগের ০৫ জন, অর্থনীতি বিভাগের ০৪ জন, একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগের ০২ জন,লোক প্রশাসন বিভাগের ০২ জন,ম্যানেজমেন্ট বিভাগের ০৩ জন,সমাজবিজ্ঞান বিভাগের ০৩ জন,উদ্ভিদবিদ্যা বিভাগের ০২ জন,ইংরেজি বিভাগের ০২ জন,ভূতত্ত্ব ও খনিজবিদ্যা,রাষ্ট্রবিজ্ঞান, গনিত ও রসায়ন বিভাগের ০১ জন করে মোট ২৭ জন পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

মার্কেটিং বিভাগের ০৫ জন হলেন যথাক্রমে-হৃদয়,রুহুল আমিন,রফিক, জাহিদুল ইসলাম জয় ও দেবশীষ বড়াই।অর্থনীতি বিভাগের ০৪ জন হলেন যথাক্রমে -মোর্শেদ রাজু,ফেরদাউস ইসলাম, শেখ খসরু ও মোঃ ফেরদাউস ইসলাম। এআইস বিভাগের ০২ জন যথাক্রমে পবিত্র মন্ডল,মোঃ আতিক রহমান।ম্যানেজমেন্ট বিভাগের ০৩ জন যথাক্রমে-
রাজিউল আলম মল্লিক,ডিপংকার বিশ্বাস ও শাহিনুল ইসলাম।সমাজবিজ্ঞান বিভাগের ০৩ জন হলো আব্দুর রহিম, সাইমুন আব্দুল্লাহ ও শাহাবুদ্দিন। উদ্ভিদবিদ্যা বিভাগের ০২ জন হলেন আব্দুল্লাহ আল মামুন ও মিনতু সরকার। ইংরেজি বিভাগের হলেন অমিত্র পল ও বাসু দেব।ভূতত্ত্ব ও খনিজবিদ্যা বিভাগের কবির আহম্মেদ,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আতিকুর রহমান আতিক,গনিত বিভাগের গোবিন্দ হালদার ও রসায়ন বিভাগের রেমন।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 35

Sponsered content