দেশান্তর প্রতিবেদন ২৫ জুন ২০২২ , ২:২৫:১৬
তৈয়ব শাহনূর,নজরুল বিশ্ববিদ্যালয় থেকেঃ-
বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা
(২৫ জুন) শনিবার সকাল ১০.০০ ঘটিকায় পদ্মা সেতুর উদ্বোধন করেন।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবার উৎসাহ উদ্দীপনাময় নানা কর্মসূচির মাধ্যমে পালন করে।
(২৫ জুন) শনিবার সকাল ১০টায় ভার্চুয়াল কনফারেন্স কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান বড় স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হয়।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক – কর্মকর্তা ও শিক্ষার্থীদরা প্রধানমন্ত্রীর পদ্মা সেতুর উদ্বোধন ভার্চুয়াল লাইভে সরাসরি উপভোগ করে।
সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র্যালির আয়োজন করা হয়।
এরপর দুপুর ১২টায়”স্বপ্নের পদ্মা সেতু: উন্মোচিত হলো নতুন সম্ভাবনার দ্বার” শিরোনামে আলোচনা সভা। এবং
বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ;কর্মকর্তা-কর্মচারী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সৌমিত্র শেখর এর নির্দেশনায় এসব অনুষ্ঠান আয়োজন করা হয়।