দেশান্তর প্রতিবেদন ৮ জানুয়ারি ২০২১ , ৫:৫৩:৫১
নোবিপ্রবি প্রতিনিধি:ভোক্তা অধিকার সংগঠন কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) এর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৮ জানুয়ারি অনলাইনে জুম প্লাটফর্মে আয়োজিত এই সাধারণ সভায় সঞ্চালনা করেন সিওয়াইবি নোবিপ্রবি শাখার সভাপতি মাইনুদ্দিন পাঠান।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কনজুমার ইয়ুথ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ও কনসাস কনজ্যুমারস সোসাইটি এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কনজুমার ইয়ুথ বাংলাদেশের সাধারণ সম্পাদক ইমরান শুভ্র।এসময় আরো উপস্থিত ছিলেন সিওয়াইবি নোবিপ্রবি শাখার সদস্য বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পলাশ মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি সামাজিক সংগঠনে কাজ করা একজন শিক্ষার্থীকে আরও দক্ষ করে গড়ে তুলতে সহায়তা করে। এছাড়া তিনি সবাইকে ভোক্তা অধিকারের আইন অনুযায়ী নিজ নিজ জায়গা থেকে কাজ চালিয়ে যেতে আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ইমরান শুভ্র সংগঠনের কার্যক্রম সম্পর্কে সবাইকে অবগত করেন। এছাড়া তিনি অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বক্তব্য শেষ করেন।