ক্যাম্পাস

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত “Fresher’s Reception”

  দেশান্তর প্রতিবেদন ১০ জুন ২০২২ , ২:৪০:০২

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত "Fresher’s Reception"

১৯ জুন, বৃহস্পতিবার, জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে নবীন সদস্যদের বরণ করে নিয়েছে JKKNIUCC. জাককানইবি কনফারেন্স রুমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।

সময়কাল ছিলো বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা। বিশ্ববিদ্যালয়ের মাননীয় বিভিন্ন শিক্ষকগণ, ক্লাবের টপ সেভেন, এক্সিকিউটিভস, টিম কানেক্টরস সহ আরো উপস্থিত ছিলেন নবী সদস্যরা। অনুষ্ঠানটি শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচনা হয়েছিল, এরপর ক্লাবের সফল পথ চলার এক ঝলক তুলে ধরা হয়েছিলো নবীনদের সামনে সাথে আকর্ষণীয় কুইজের ব্যবস্থা ছিল। LinkedIn এর উপর ছিল ইনফরমেটিভ ওয়ার্কশপ। এছাড়াও আকর্ষণীয় কিছু গেম এবং সদস্যদের জন্য হরেক রকমের উপহারের আয়োজন করা হয়েছিল। অবশেষে ক্লাবের প্রেসিডেন্টের বক্তব্য এবং সকলকে শুভেচ্ছা জানানোর মাধ্যমে Fresher’s Reception সফলতার সাথে সম্পূর্ণ হয়।

নবীনদের ভাষ্য মতে এমন রিসিপশন পেয়ে উনারা অভিভূত এবং আশাবাদী যে ভবিষ্যতে JKKNIUCC এমনই আরো সুন্দর সুন্দর কাজ তাদের উপহার দিবে।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 157

Sponsered content