ক্যাম্পাস

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির নবীন বিতার্কিক বরণ ও বিতর্ক কর্মশালা 

  দেশান্তর প্রতিবেদন ৮ জুন ২০২২ , ৩:৩১:৫৪

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির নবীন বিতার্কিক বরণ ও বিতর্ক কর্মশালা

এস আহমেদ ফাহিম, নিজস্ব প্রতিবেদকঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (নোবিপ্রবিডিএস) এর নবীন বিতার্কিক বরণ ও বিতর্ক কর্মশালা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ জুন ( বুধবার) বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।

এসময়ে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক আহমেদ, প্রক্টর ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক বিপ্লব মল্লিক, ডিবেটিং সোসাইটির সহকারী মডারেটর এ কিউ এম সালাউদ্দিন পাঠান,ডিবেটিং সোসাইটির সভাপতি ইফতিয়া জাহিন রাহিদাহ, সাধারণ সম্পাদক রাফি উল ইসলাম, হলের প্রভোস্টবৃন্দ ,বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং ডিবেটিং সোসাইটির নবীন বিতার্কিকগণ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলাম কার্যক্রমও একজন শিক্ষার্থীর জন্য প্রয়োজন। বিতর্ক এমন একটি যোগ্যতা যা একজন শিক্ষার্থীকে দক্ষ মানবসম্পদে পরিণত করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটিকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির অর্জন শুধু সংগঠনের একক অর্জন নয় বরং এ অর্জন গোটা বিশ্ববিদ্যালয়ের।

নবীন বিতার্কিক বরণ ও বিতর্ক কর্মশালা আয়োজনে সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শেখ মোঃ আরমান। বিতর্ক কর্মশালায় শেষে রম্য বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 157

Sponsered content