সারা বাংলা

পূর্বধলায় রেড ক্রিসেন্ট সোসাইটির দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

  দেশান্তর প্রতিবেদন ৪ জুন ২০২২ , ৩:৪৭:৫৬

উজ্জল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আজ শনিবার (৪ জুন) দুইদিন ব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।

রেডক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা জেলা ইউনিটের তত্বাবধানে পূর্বধলা সরকারি কলেজ ও পূর্বধলা যুব রেডক্রিসেন্ট এর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। পূর্বধলা সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পূর্বধলা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন।

রেড ক্রিসেন্ট সদস্য ও পূর্বধলা সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেলের সভাপতিত্বে প্রশিক্ষণ পূর্ব আলোচনা সভায় বক্তৃতা করেন, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার , পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এমদাদুল হক বাবুল, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, নেত্রকোণা জেলা ইউনিট লেভেল কর্মকর্তা আব্দুল মোতালিব, স্বপন দত্ত চৌধুরী দিলু, সাবেক যুব প্রধান এস.এম জিল্লুর রহমান রাজীব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 1

Sponsered content