ক্যাম্পাস

ইবির শেখ রাসেল হল প্রভোস্টের দায়িত্ব গ্রহণ

  দেশান্তর প্রতিবেদন ১ জুন ২০২২ , ১১:৪৬:০২

ইমরান মাহমুদ, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের নব নিযুক্ত প্রভোস্ট অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (১ জুন) দুপুর ১২টায় হল প্রভোস্টের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে সদ্যবিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান, আইন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়, সহকারী অধ্যাপক শাহেদ আহমেদ প্রমুখ।

নব নিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, আজ থেকে আমি এই হলের শিক্ষার্থীদের অভিভাবক। তাদের সাথে মিলে মিশে হলের সকল সমস্যা সমাধানের চেষ্টা করবো। এ জন্য আমি হলের শিক্ষার্থীসহ কর্মকর্তা কর্মচারীদে সহযোগিতা কামনা করছি।’

 

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 157

Sponsered content