ক্যাম্পাস

রাবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

  দেশান্তর প্রতিবেদন ৩১ মে ২০২২ , ১২:৩৭:১৫

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শহীদ মাহমুদ হাবিব হিমেল একাডেমিক ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট এক শ্রমিক মৃত্যুবরণ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত সাগর (২২) নেত্রকোনা জেলার আদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, ওয়েল্ডিংয়ের কাজ করার সময় দুপুর বারোটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ এখনো মেডিকেল কলেজ হাসপাতালেই আছে।

উল্লেখ্য, নির্মাণাধীন ভবনটির নির্মাণের কাজে আছেন মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড, ঢাকা।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 157

Sponsered content