দেশান্তর প্রতিবেদন ৩০ মে ২০২২ , ৩:৩৩:৩০
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ নং খাজুরা ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থবছরে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০মে) ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি সদস্য মোঃ আমজাদ হোসেন মন্টুর সঞ্চালনায় উক্ত বাজেট ঘোষণা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন এবং বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সাইফুল ইসলাম
শিক্ষা, স্বাস্থ্য ও ভৌত অবকাঠামোকে গুরুত্ব দিয়ে ২২-২৩ অর্থ বছরে সর্বমোট রাজস্ব আয় ৩৮,০৬,৭৭১টাকা এবং সর্বমোট রাজস্ব ব্যয় ৩৭,৭৯,৬০০ টাকা ও উদ্বৃত্ত ২৭,১৭১টাকা ধরে খসড়া বাজেট ঘোষণা করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত হয়ে ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার সুখময় সরকার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিল উদ্দিন । এ সময় ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।