দেশান্তর প্রতিবেদন ২৫ মে ২০২২ , ৪:৪৫:৪৭
ইবি প্রতিনিধিঃ অন্তর্ভূক্তিমূলক সাংস্কৃতিক বৈচিত্র্যই জাতিগত ঐক্যের প্রধান শক্তি বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
সোমবার (২৩ মে) দুপুর ১২টায় ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি বিভাগ ও সেন্টার ফর কালচার স্টাডিজ আয়োজিত সেমিনারে বিশেষ বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি আরও বলেন, সংস্কৃতিই মানুষের পরিচয়। সাংস্কৃতিক আবহেই একটি মানবশিশু একজন পরিপূর্ণ মানুষ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। যে সমাজে অন্তর্ভূক্তিমূলক ও বহুত্বভিত্তিক সংস্কৃতির অস্তিত্ব দুর্বল সেখানে মানুষের সামাজিকীকরণ অসম্ভব।’
সেমিনারে সেন্টার ফর কালচার স্টাডিজের যুগ্ম-অধিকর্তা ড. দেবলীনা দেবনাথের সঞ্চালনায় সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন কল্যানী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুমিত মুখার্জী। এসময় সেন্টার ফর কালচার স্টাডিজের যুগ্ম-অধিকর্তা প্রফেসর ড. সুজয়কুমার মণ্ডল সহ অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।