ক্যাম্পাস

বেরোবিতে ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

  দেশান্তর প্রতিবেদন ২৪ মে ২০২২ , ২:২৭:১২

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য প্রদান করার অভিযোগ এনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শাখা ছাত্রলীগ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে।

আজ ২৪শে মে বেলা ২ ঘটিকায় বেরোবি ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মারুফ ভূঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে ছাত্রলীগের সকল স্তরের নেতৃবৃন্দ এক প্রতিবাদ সমাবেশ করে।

এ সময় মারুফ ভূঁইয়া বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সকল বাঁধা উপেক্ষা করে এ দেশের উন্নয়ন করছেন ঠিক তখনই স্বাধীনতা বিরোধী শক্তি আবারো মাথাচারা দিচ্ছে দেশের এই উন্নয়ন থামিয়ে দেয়ার জন্য। তারা বিভিন্ন প্রোপাগাণ্ডা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার বৃথা চেষ্টা করছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড, শিক্ষার্থীদের সুখ-দুঃখের সারথী প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ থাকতে তাদের এই অপচেষ্টা কখনই সফল হতে দিবে না।’

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বেরোবি শাখা ছাত্রলীগের নাজমুল হক নূর, সুব্রত ঘোষ, তানভির আহমেদ, মামুন শাকিল, শাহীদ হাসান।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 157

Sponsered content