উদ্যোক্তা/ই-কমার্স

অনলাইন শপিং এ ভোগান্তি কমাবে ‘লুসেন্ট’

  দেশান্তর প্রতিবেদন ৩০ এপ্রিল ২০২১ , ২:০৪:৪৪

এস আহমেদ ফাহিমঃ ডিজিটাল যুগে শপিং হয়ে যাচ্ছে অনলাইন ভিত্তিক। জনপ্রিয় ব্র‍্যান্ডের, কোম্পানির পণ্য এখন অনলাইন থেকে কেনা যাচ্ছে।পণ্য ডেলিভারি সুবিধাও পাচ্ছেন ক্রেতারা। অনলাইনে পণ্যের মার্কেটিং এর জন্য গড়ে উঠেছে বেশকিছু ই কমার্স সাইট।এসব সাইট থেকে সহজেই ক্রেতারা ঘরে বসে করতে পারছেন অনলাইন শপিং।

অনলাইন শপিং এ বৈচিত্র‍্যতা আনতে যাত্রা শুরু করেছে ই -কমার্স সাইট ‘লুসেন্ট’। ক্রেতাদের নিরাপদে অনলাইনে শপিং এর নিশ্চয়তা দিতে কাজ করছে লুসেন্ট।ক্রেতাদের অনলাইন শপিং এ ভোগান্তি কমাবে লুসেন্ট।

অনলাইন সাইট থেকে পণ্য কিনে ক্রেতারা অনেক সময় হয়রানির শিকার হয়ে থাকেন।ভালো পণ্য অর্ডার করেও তা পান না।এ ধরনের সমস্যা এড়াতে লুসেন্ট নিয়েছে ভিন্নধর্মী উদ্যোগ। লুসেন্ট শুধু মাত্র পণ্যের নির্মাতা প্রতিষ্ঠান থেকেই পণ্য সংগ্রহ করে ক্রেতার নিকট পৌঁছে দেবে।

এতে নিশ্চিত হবে পণ্যের গুণগত মান। পাশাপাশি ক্রেতারা ভালো মানের পণ্য কিনতে পারবেন।ক্রেতারা পণ্য যাচাই করে তা কিনতে পারবেন।অনলাইন শপিং হবে আরো আনন্দময়। পণ্য ক্রয়ে থাকবে না সংশয়।

জানা গেছে,শীঘ্রই খুব বড় পরিসরে লুসেন্ট তাদের কার্যক্রম শুরু করবে।লুসেন্ট সম্পর্কে
www.lucent.com.bd থেকে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 147

Sponsered content