ক্যাম্পাস

রাবিতে সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে মানববন্ধন

  দেশান্তর প্রতিবেদন ৩০ মার্চ ২০২৩ , ৯:৩৪:০১

রাবি প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিক শামসুজ্জামানের নি:শর্ত মুক্তি এবং সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানববন্ধন করে তারা।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহিনুর খালিদ বলেন, ওয়ারেন্ট ছাড়া একজনকে গ্রেফতার, হয়রানি এবং তার কক্ষে নিয়ম বহির্ভূতভাবে জোরপূর্বক তল্লাশি এবং সম্পদ জব্দ করা সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা বিরোধী কর্মকান্ড। সাংবাদিক হিসেবে তো অবশ্যই, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সাংবাদিক শামসুজ্জামান তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। সাংবাদিক শামসুজ্জামানের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই। একইসঙ্গে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে করা মামলার প্রত্যাহার চাই। ডিজিটাল নিরাপত্তা আইনেরও বিলুপ্তির দাবি জানাচ্ছি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তৌসিফ কাইয়ূম বলেন, উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, দেশে প্রতিনিয়ত সাংবাদিকদের লাঞ্ছিত, হুমকি, মারধরসহ নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। সর্বশেষ সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে ভোররাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার বিশ ঘন্টারও বেশি সময় পরে তাট বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেখানো হয়। এঘটনা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে বাধা এবং স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থী বলে আমি মনে করি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান অভি বলেন, বর্তমান সরকার জনগণের সাংবিধানিক অধিকার বাকস্বাধীনতাকে চূড়ান্তভাবে হরণ করছে। সরকারের এমন কর্মকাণ্ডের ফলে সাংবাদিকতার মতো পেশাও আজ হুমকির মুখে। একজন সাংবাদিকের সঙ্গে এধরনের আচরণ অত্যন্ত ন্যক্কারজনক, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতা তথা গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধকতা। অবিলম্বে সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।

রাবিসাসের সাধারণ সম্পাদক আব্দুস সবুর লোটাসের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য প্রদান করেন রাবি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত এবং রাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল ইসলাম তুহিন। এসময় রাবি ক্যাম্পাসে কর্মরত অর্শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বুধবার ভোর চারটার দিকে সিআইডি পরিচয় তুলে নিয়ে যাওয়া হয় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে। কোন কারণ বা ওয়ারেন্ট না দেখিয়েই তুলে নেওয়া তাকে। তাকে তুলে নিয়ে যাওয়ার পাশাপাশি তার কক্ষে তল্লাশি চালানো হয় এবং তার ল্যাপটপসহ কয়েকটি ডিভাইস কোন কারণ না দেখিয়েই জব্দ করা হয়। তুলে নিয়ে যাওয়ার বিশ ঘন্টারও বেশি সময় পরে এই সাংবাদিকের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেখানো হয়।

এর আগে, গতকাল বুধবার সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিন সাংবাদিক সংগঠন।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 157

Sponsered content