সারা বাংলা

সাতআনা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ফুুলছড়ি উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ

  দেশান্তর প্রতিবেদন ১১ মার্চ ২০২৩ , ৫:১৯:০২

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের সাতআনা মসজিদের দুইতলা ফাউ‌ন্ডেশ‌নের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) জুমার নামাজের পর দুইতলা ফাউ‌ন্ডেশন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

উক্ত জামে মসজিদের উদ্বোধন করেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ। এসময় আরও উপস্থিত ছিলেন, গলাকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শহিদুল ইসলাম, মহুরি শামছুল আলম, ফুল মিয়া মাষ্টার ও মস‌জিদ কমি‌টির সকলেই সহ এলাকার গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ।

ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, তার নিজস্ব তহবিল হতে মসজিদের ভিত্তি প্রস্তরের সময় মসজিদ কমিটির নিকট নগদ ১ লক্ষ টাকা হস্তান্তর করেন এবং পরবর্তীতেও সহযোগিতা করার আশ্বাস দেন।

উদ্বোধন শেষে মসজিদে দাতা ও অত্র মসজিদের উন্নয়নসহ দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত প‌রিচালনা ক‌রেন উক্ত মস‌জি‌দের ইমাম।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 1

Sponsered content