বাংলাদেশ

হাসপাতালে ভর্তি আলোচিত পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ

  দেশান্তর প্রতিবেদন ৬ মার্চ ২০২৩ , ৪:২৯:০৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫’র ১৫ আগস্ট স্বপরিবারে ঘাতকদের হাতে নিমমভাবে নিহত এবং বিডিআর বিদ্রোহ মামলার প্রধান তদন্ত কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি (অব:) বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে হার্টের সমস্যাজনিত কারনে হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তাকে একটি ব্লকে রিং পুরানো হয়।

সোমবার বিকালে খবর পেয়ে বিকালে তাকে দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল। এ সময় আব্দুল কাহার আকন্দের চিকিৎসার খোঁজখবর নেন মন্ত্রী।
পুলিশের আলোচিত চৌকস কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

উল্লেখ, আব্দুল কাহার আকন্দ কিশোরগঞ্জ -২ (কটিয়াদি ও পাকুন্দিয়া) সংসদীয় আসনের নৌকার সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রায় দুই বছর যাবৎ নিজ এলাকায় নৌকায় ভোট চেয়ে গণসংযোগ কর আসছেন।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 34

Sponsered content