শিক্ষা ও সাহিত্য

সুখ পাখি কবি  সুব্রত কুণ্ডু

  দেশান্তর প্রতিবেদন ২০ নভেম্বর ২০২২ , ২:১৪:৪০

বৃদ্ধ-বট কবি কল্পিতা মালাকার
সুখ পাখি 
সুব্রত কুণ্ডু
সুখ পাখিটা এ ডাল ও ডাল বসে,
মগজে যায় কী যে ইচ্ছে খেলে।
কখনও সে রয় না কারও বশে,
যায় উড়ে যায় হঠাৎ ডানা মেলে।
সুখ-পাখি দেয় তারই বুকে বুক,
যে জন থাকে ঠিক দুখেরই শেষে।
পেলে যে নেয় ভাগ করে সব সুখ,
তার ঘরে তার বসত ভালবেসে।
সুখসাগরে মত্ত হয়ে কেউ
দুঃখকে দেয় অহরহ গালি,
তাসের সে ঘর ভাঙবে সাগর-ঢেউ,
সুখের চোখে পড়বে তখন বালি।
 
সুব্রত কুণ্ডু/ শাবলু শাহাবউদ্দিন
সংবাদটি শেয়ার করুন

আরও খবর 24

Sponsered content