আন্তর্জাতিক

৬ষ্ঠ এডিনবার্গ আন্তর্জাতিক কালচারাল সামিটে সংস্কৃতি প্রতিমন্ত্রীর যোগদান

  দেশান্তর প্রতিবেদন ২৭ আগস্ট ২০২২ , ৩:৫৮:২২

৬ষ্ঠ এডিনবার্গ আন্তর্জাতিক কালচারাল সামিটে সংস্কৃতি প্রতিমন্ত্রীর যোগদান

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি ২৬ আগস্ট ২০২২ তারিখ স্থানীয় সময় দুপুর দুইটায় স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের স্কটিশ পার্লামেন্ট বিল্ডিংয়ে অনুষ্ঠিত “Culture and a Sustainable Future” শীর্ষক তিন দিনব্যাপী (২৬-২৮ আগস্ট) ৬ষ্ঠ এডিনবার্গ আন্তর্জাতিক কালচারাল সামিটের উদ্বোধনী প্লেনারি সেশনে যোগদান করেন।

উদ্বোধনী সেশনে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।

প্রতিমন্ত্রী এসময় স্কটিশ পার্লামেন্ট এর স্পিকার Alison Johnstone, স্কটল্যান্ডের Cabinet Secretary for the constitution, external affairs and culture Angus Robertson, আয়ারল্যান্ডের কালচারাল ডেলিগেটস্ এর প্রধান এবং বাংলাদেশী বংশোদ্ভূত স্কটিশ পার্লামেন্ট মেম্বার ফয়সল চৌধুরীর সঙ্গে দ্বিপাক্ষিক অনানুষ্ঠানিক আলোচনায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ আগামী ২৮ আগস্ট ২০২২ তারিখ সামিটের শেষ দিনে স্কটিশ পার্লামেন্টের ডিবেটিং চেম্বারে “Culture and Sustainability” শীর্ষক প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন। সামিট শেষে আগামী ৩০ আগস্ট ২০২২ তারিখ সকালে প্রতিমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরও খবর 4

Sponsered content