আবহাওয়া

উত্তরের জেলাগুলোতে বেড়েছে শীতের তীব্রতা

  দেশান্তর প্রতিবেদন ১০ জানুয়ারি ২০২১ , ৬:৪৯:৫৯

স্টাফ রিপোর্টার:

গত কয়েক দিনের তুলনায় শীত বেড়েছে রংপুরসহ উত্তরের জেলাগুলোতে। সেই সঙ্গে ঝরছে মাঝারি ধরনের কুয়াশা। আবহাওয়া অফিস বলছে, দুই-তিন দিনের মধ্যে শুরু হবে শৈত্যপ্রবাহ।

রোববার (১০ জানুয়ারি) অনেক বেলা পর্যন্ত সড়কে যানবাহন চলেছে হেডলাইট জ্বালিয়ে। তীব্র শীতের রাত কাটিয়ে শিতল ভোরেই অনেক মানুষকে ঘর ছেড়ে বের হতে হয়েছে পেটের তাগিদে। দু-তিন দিন ধরে কনকনে হাওয়ায় খুব বেশি কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন শ্রমজীবীরা।

দুই-তিন দিনের মধ্যে তাপমাত্রা ৬ থেকে ৭-এ নামার শঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। সপ্তাহজুড়ে মাঝারি থেকে ভারী শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে।

সংবাদটি শেয়ার করুন