কেন
কাঁচা আমটা টক কেন….
মরিচ কেন ঝাল….?
পাকা আম মিষ্টি কেন….
পাকলে কেন লাল….?
লাল ফুল দেখতে সুন্দর….
সদায় কেন ঘ্রাণ….?
ফুলের রুপে মুগ্ধ সবাই….
জুড়ায় সবার প্রাণ….!
হাসনা হেনা শিউলি সব….
রাতে কেন ফোটে….?
দিনের বেলা যায়না দেখা….
ভাগ্যে কমই জোটে….!!
লেখকঃ এস,এম জাকারিয়া হোসাইন (রাজ)
Osamp