fbpx
সংবাদ শিরোনাম
শিবপুরে নকল ডিবি সেজে ডাকাতি, আসল ডিবির হাতে ৭ ডাকাত গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে ঐতিহ্যবাহী দোল উৎসব অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশের ন্যায় স্মার্ট ট্যুরিজম গড়ে তোলা হবে- শিল্পমন্ত্রী বাউয়েট এর নতুন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান বাংলাদেশের উন্নয়ন হচ্ছে অ-সুখের, অধঃপতন হচ্ছে সুখের – গোলাম মোহাম্মদ কাদের যশোর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বিপুলকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার পরিবেশবান্ধব উন্নয়নের জন্য গ্রিন এন্ড ক্লাইমেট রেজিলেন্ট ডেভেলপমেন্ট নীতিমালা অনুসরণ করছে সরকার – পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী ভুটানের সাথে জনযোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্রমন্ত্রীর ইবি ফটোগ্রাফিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারে সাংবাদিক মশাহিদ আহমদ এর কারামুক্তি পরবর্তী শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের পাশে বাঁশখালী স্টুডেন্টস্ এসোসিয়েশন

                                           
প্রকাশ : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের পাশে বাঁশখালী স্টুডেন্টস্ এসোসিয়েশন

নেজাম উদ্দিন, চবিঃ চট্টগ্রাম জেলার অন্যতম উপজেলা বাঁশখালীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষাকালীন শহর থেকে ক্যাম্পাস পর্যন্ত যাতায়াতের ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছে বাঁশখালী স্টুডেন্টস্ এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লা স্যারের তত্ত্বাবধানে আয়োজনটির সার্বিক সহযোগিতা করেছেন বাঁশখালী-১৬ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবারের মতো এবারও এ, বি, সি, ডি, বি১ ও বি২ এর ভর্তি পরীক্ষা হচ্ছে। পরীক্ষার্থীদের উপস্থিত সংখ্যার আলোকে এ, বি, সি ও ডি এর জন্য এই ফ্রি বাস সার্ভিস সেবাটি প্রতিবছর আয়োজন করে থাকে সংগঠনটি। এই সংগঠনের সভাপতি ইমন সৈয়দ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রতিদিন সুশৃঙ্খলভাবে সেচ্ছাসেবীর দায়িত্ব পালন করে আসছে।

গত ১৬, ১৯, ২০ ও ২২ আগস্ট যথাক্রমে এ, বি, সি ও ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এ, বি, ও ডি ইউনিটের সকাল বিকাল দুই শিফটে পরীক্ষা ছিল, উভয় শিফটেই ফ্রি বাস সার্ভিসের সেবাটি অব্যবহিত ছিল। সি ইউনিটে এক শিফটের পরীক্ষার জন্যও সেবাটি চালু ছিল। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সাথে যেসব অভিভাবকরা সাথে গিয়েছিল তাঁদের জন্যও সুব্যবস্থা করেন সংগঠনটি। প্রায় পাঁচ শতাদিকের বেশি শিক্ষার্থীরা এই সেবাটি পেয়েছে। শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রায় ২২ কিলোমিটার দূরত্বে হওয়াতে অভিভাবক ও শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার সময় বেশ ভোগান্তি পোহাতে হয়। ফলে এমন সেবা পেয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা ফ্রি বাস সার্ভিস এর জন্য বাঁশখালী স্টুডেন্টস্ এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ ও কেন্দ্র পর্যন্ত তাদের পৌঁছে দেওয়া, পরীক্ষা শেষে সবাইকে নিজ গন্তব্যে ফিরে আসার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করেছেন বাঁশখালীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীগণ। সাথে সশরীরে উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন সংগঠনটির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম হোসাইনী এবং অন্যান্যদের মধ্যে ছিলেন–সায়েম বিন নূর, মোহাম্মদ রমিজ উদ্দিন, আবদুল্লাহ আল পারভেজ, ফাতেমা শাহিনূর (রাণী), আব্দুল মান্নান, সুজায়েনা, আয়েশা সিদ্দীকা, মামুনুর রশীদ, পারভেজ, আসাদ, ইমতিয়াজ, মুহাম্মদ মুনির, আসিফ, এনাম, মারওয়ান, মঞ্জুর, রেজাউর, শুভংকর, তাসনিম সুলতানা, কান্তা, মারওয়া জান্নাত, সীমা রানী, সুমাইয়া, সাদেক, আবিদ, পারভেজ চৌধুরী, প্রশান্ত রুদ্র, ইলিয়াস, আবিদা সুলতানা, রায়হান, রিদুয়ান, রিয়াদ সহ আরো অনেকে।

সংগঠনের সভাপতি ইমন সৈয়দ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ আগামীতেও সবার সার্বিক সহযোগিতা কামনা করেন ও মাননীয় সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন