fbpx
সংবাদ শিরোনাম
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস সিএনজি সংঘর্ষ, প্রাণ কেড়ে নিলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর শিবপুরে নকল ডিবি সেজে ডাকাতি, আসল ডিবির হাতে ৭ ডাকাত গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে ঐতিহ্যবাহী দোল উৎসব অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশের ন্যায় স্মার্ট ট্যুরিজম গড়ে তোলা হবে- শিল্পমন্ত্রী বাউয়েট এর নতুন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান বাংলাদেশের উন্নয়ন হচ্ছে অ-সুখের, অধঃপতন হচ্ছে সুখের – গোলাম মোহাম্মদ কাদের যশোর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বিপুলকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার পরিবেশবান্ধব উন্নয়নের জন্য গ্রিন এন্ড ক্লাইমেট রেজিলেন্ট ডেভেলপমেন্ট নীতিমালা অনুসরণ করছে সরকার – পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী ভুটানের সাথে জনযোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্রমন্ত্রীর ইবি ফটোগ্রাফিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাল্লায় লুটপাট ভাঙ্গচুর এবং নির্যাতনেরর প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

                                           
প্রকাশ : রবিবার, ২১ মার্চ, ২০২১

রতন মালাকার/শ্রীমঙ্গল: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাংচুর, মন্দির ভাংচুর, লুটপাত ও নারী নির্যাতনের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা,পৌর ও ইউনিয়ন শাখা,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদ উপজেলা শাখা, পৌর শাখা, ইউনিয়ন শাখার আয়োজনে শনিবার (২০ মার্চ) সকাল ১১ ঘটিকায় হবিগঞ্জ রোডস্থ শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়া মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্টিত হয়।এতে আরো বিভিন্ন সংগঠন অংশ গ্রহণ করে।
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের ঘরবা
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা. হরিপদ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক দ্বীজেন্দ্র লাল রায়,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, যুগ্ম সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র,এনাম হোসেন চৌধুরী মামুন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুশীল শীল,শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া পরিচালনা পরিষদের সভাপতি অজয় দেব, ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সাবেক সভাপতি সনজয় রায় রাজু, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন বিশ্বাস,শ্রীমঙ্গল পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ছোটন চৌধুরী,ভূনবীর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক দেব প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন,শাল্লায় ক্ষতিগ্রস্ত সকল সংখ্যালঘু পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ঘরবাড়ি বানিয়ে দেওয়াসহ সকল প্রকার সহযোগিতার দাবি জানান।আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যারা সংখ্যালঘু নির্যাতনে উস্কানী দেয়। তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবী জানান তারা।
সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন