fbpx
সংবাদ শিরোনাম
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস সিএনজি সংঘর্ষ, প্রাণ কেড়ে নিলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর শিবপুরে নকল ডিবি সেজে ডাকাতি, আসল ডিবির হাতে ৭ ডাকাত গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে ঐতিহ্যবাহী দোল উৎসব অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশের ন্যায় স্মার্ট ট্যুরিজম গড়ে তোলা হবে- শিল্পমন্ত্রী বাউয়েট এর নতুন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান বাংলাদেশের উন্নয়ন হচ্ছে অ-সুখের, অধঃপতন হচ্ছে সুখের – গোলাম মোহাম্মদ কাদের যশোর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বিপুলকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার পরিবেশবান্ধব উন্নয়নের জন্য গ্রিন এন্ড ক্লাইমেট রেজিলেন্ট ডেভেলপমেন্ট নীতিমালা অনুসরণ করছে সরকার – পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী ভুটানের সাথে জনযোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্রমন্ত্রীর ইবি ফটোগ্রাফিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাবির ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পেলেন অধ্যাপক লিয়াকৎ আলী

                                           
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী প্রক্টর ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লিয়াকৎ আলী। বৃহস্পতিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

আদেশে বলা হয়,‘অধ্যাপক ড. মো. লুৎফর রহমানের প্রক্টর হিসেবে দায়িত্বকালের মেয়াদ শেষ হওয়ায় প্রক্টর পদে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. লিয়াকত আলীকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তিনি ভাতা প্রাপ্য হবেন।’

রুটিন দায়িতে থাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ‘প্রক্টর’ নিয়োগ দিতে পারেন কিনা জানতে চাইলে রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য নতুন করে প্রক্টর নিয়োগ দিতে পারেন না। তাই সহকারী প্রক্টর একজনকে দায়িত্বপ্রাপ্ত করা হয়েছে। বর্তমান প্রক্টরের মেয়াদ শেষ হওয়ায় একজন সহকারীকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এটি তাঁর রুটিন দায়িত্বের মধ্যেও পড়ে। নতুন উপাচার্য আসলে তিনি পুনরায় প্রক্টর নিয়োগ দিবেন।’

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন