fbpx
সংবাদ শিরোনাম

যারা নিজেদেরকে ছোট করে দেখো তাদের জন্য লেখাটি

                                           
প্রকাশ : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
যারা নিজেদেরকে ছোট করে দেখো তাদের জন্য লেখাটি

যারা নিজেদেরকে ছোট করে দেখো তাদের জন্য লেখাটি

১. “তুমিও অবশ্যই কিছু না কিছু”। কারণ, উপরে যিনি বসে আছেন, তিনি তোমাকে বেকার তৈরি করেন নি।

২. “নিজের উপরে কখনো রাগ করোনা”।

কে জানে, তোমার লাইফে হাজারো মানুষের স্বপ্ন আছে।

৩.”নিজের জীবনকে এতটা সস্তা বানিয়ে ফেলনা যে, দুই পয়শার ছোট মনের লোক এসে খেলা করে চলে যায়”।

৪. “কষ্ট হলেও বিশ্বাস করতে হবে – অপরাধ যারই হোক, সম্পর্কে সব সময় কষ্টটা নির্দোষেরই হয়।

৫. মানুষের মন এমন একটা জিনিষ, কষ্ট পাওয়ার পরে পাথরের থেকেও বেশী শক্ত হয়ে যেতে পারে।

সুতরাং একা থাকাই ভালো।

কারণ, যার কাছে তোমার মূল্য নেই, তার সাথে থেকে কি লাভ ?

৬.সৃষ্টিকর্তা বলেছেন : তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিও; আমি তোমাকে জাগ্রত হওয়ার পূর্বে ক্ষমা করে দেবো।

৭. ‘জীবন’ এমন একটা বই, যার লক্ষ্য লক্ষ্য পাতা হয়তো তুমি এখনও পড়নি।

৮.তুমি হয়তো সবার পছন্দের মানুষটি হবে। কিন্তু ঠিক তখনই, যখন সবার তোমাকে প্রয়োজন হবে।

৯. ” আমি কখনো হাতের তালুর দাগ দেখে বিশ্বাস করিনি। কারণ, আমি জানতাম ‘ ভাগ্যের লেখাটাও পরিবর্তন করা সম্ভব ‘

১০.”জীবনযাপনের দুটি রাস্তা আছে। একেতো, যে জীবনটি তোমার আছে, সেটাকে পছন্দ করে নাও। আর নয়তো, তুমি যেটাকে পছন্দ করো, সেটাকে হাসিল করে নাও”…।

১১. “কেউ ভরসা নষ্ট করলে তাকেও ধন্যবাদ দিয়ে দিও। কারণ, সেও আমাদেরকে শেখায় : কিভাবে বুঝে শুনে ভরসা করতে হয়”।

১২. যার ‘স্বপ্ন’ আছে, সে লক্ষ্য বার হেরেও হারে না।

১৩. যে কখনো আনসাকসেস হয়নি, সে কোনদিন গেইনার হয় না।

১৪. গেইনার তো সেই হয়, যে কখনো হার মানে না….।

লেখকঃ আল আমিন

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন