fbpx
সংবাদ শিরোনাম

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নওগাঁ জেলার সমন্বয়কারী দায়িত্ব পেলেন যারা 

                                           
মোঃ মুরাদুজ্জামান
প্রকাশ : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

নওগাঁ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক ভলান্টিয়ার ফর সাসটেইনেবল ট্যুরিজম প্রোগ্রাম নওগাঁ জেলার সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁর পত্নীতলা উপজেলার সংগঠক ও গণমাধ্যম ব্যাক্তিত্ব খ্যাত রুবাইত হাসান (২৪) এবং সহ-সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন অত্রজেলার ধামইরহাট উপজেলার যুব সংগঠক , সমাজ ও মানবাধিকার কর্মী মেহেদী হাসান বান্না ।

উল্লেখ্য, জাতিসংঘ স্বেচ্ছাসেবী ডিপার্টমেন্ট ইউএনভি ও সরকারের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বাংলাদেশের দরর্শনীয় স্পটসমুহে বিদেশী পর্যটন বাড়াতে এক সঙ্গে কাজ করে যাচ্ছে । এরই ধারাবাহিকতায় নওগাঁ জেলার ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধবিহার সহ কুসুম্বা মসজিদ, জাতীয় উদ্যান আলতাদিঘী , পতিসর রবীন্দ্র কাচারী বাড়ি ,দিবর দিঘী সহ নওগাঁ জেলার দর্শ নীয় স্হান সমুহে টেকসই পর্যটন ব্যাবস্হা গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাঁদের সমন্বয় ও নেতৃত্বে একঝাঁক তরুণ প্রশিক্ষিত ভলান্টিয়ার্স ।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন