fbpx
সংবাদ শিরোনাম
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস সিএনজি সংঘর্ষ, প্রাণ কেড়ে নিলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর শিবপুরে নকল ডিবি সেজে ডাকাতি, আসল ডিবির হাতে ৭ ডাকাত গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে ঐতিহ্যবাহী দোল উৎসব অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশের ন্যায় স্মার্ট ট্যুরিজম গড়ে তোলা হবে- শিল্পমন্ত্রী বাউয়েট এর নতুন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান বাংলাদেশের উন্নয়ন হচ্ছে অ-সুখের, অধঃপতন হচ্ছে সুখের – গোলাম মোহাম্মদ কাদের যশোর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বিপুলকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার পরিবেশবান্ধব উন্নয়নের জন্য গ্রিন এন্ড ক্লাইমেট রেজিলেন্ট ডেভেলপমেন্ট নীতিমালা অনুসরণ করছে সরকার – পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী ভুটানের সাথে জনযোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্রমন্ত্রীর ইবি ফটোগ্রাফিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ন হলো ৫ নং ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদ

                                           
প্রকাশ : সোমবার, ৩১ মে, ২০২১

ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনূর্ধ্ব-১৭) ২০২১এর ফাইনাল খেলায় ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়েছে। ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদ বনাম বলদিয়া ইউনিয়ন পরিষদ এর মধ্যকার ফাইনাল খেলায় বলদিয়া ইউনিয়ন পরিষদকে ০২ : ০০ গোলে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, দীপক কুমার দেব শর্মা,উপজেলা নির্বাহী অফিসার,ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আলহাজ্ব শাজাহান সিরাজ, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখা। উদ্বোধন করেন, জনাব নূরুন্নবী চৌধুরী খোকন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ ভূরুঙ্গামারী। আলমগীর হোসেন, অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানা। সঞ্চালনা করেন, জনাব আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ভূরুঙ্গামারী উপজেলা শাখা ও সাধারন সম্পাদক, ভূরুঙ্গামারী উপজেলা ক্রীড়া সংস্থা।

আমন্ত্রিত অতিথি হিসেবে যারা ছিলেন, শাজাহান আলী, প্রধান শিক্ষক, ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। ভাইচ চেয়ারম্যান দ্বয়, উপজেলা ভূমি অফিসার, যুব অফিসার, সদর ইউনিয়ন পরিষদ পেনেল চেয়ারম্যান আনিছুর রহমান অনিস, প্রেসক্লাব এর সভাপতি আনারুল হক, এমদাদুল হক মন্টু, সহকারী শিক্ষক পরিমল চন্দ্র সাহা, কাঞ্চন কুমার দেব, ফিরোজ হায়দার, জনাব চঞ্চল মাহামুদ হাওলাদার সভাপতি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ভূরুঙ্গামারী উপজেলা শাখা।

মোঃ হেদায়েতুল ইসলাম খান রোমান, প্রতিষ্ঠাতা পুরাতন থানা স্পোর্টিং ক্লাব, জয় বিশ্বাস, ক্রিয়া সম্পাদক, ভূরুঙ্গামারী ফাউন্ডেশন, মাহাদী হাসান সামী, ক্রিয়া সম্পাদক, ভূরুঙ্গামারী ফাউন্ডেশন সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের গোলরক্ষক ইমতিয়াজ আহমেদ আইনুন ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরুষ্কার গ্রহন করেন। তিনি খুবই উচ্ছ্বসিত হয়ে জানান এখন সময় সামনে এগিয়ে যাওয়ার ভূরুঙ্গামারীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন তাদের সাপোর্ট না পেলে হয়তো আজকে এই পর্যায়ে আসতে পারতাম না।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন