fbpx
সংবাদ শিরোনাম

প্রায় ৫ কোটি টাকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন গৌরি পত্ত উদ্ধার 

                                           
মোঃ মুরাদুজ্জামান
প্রকাশ : বুধবার, ২৬ মে, ২০২১

ন‌ওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে ১০৩ কেজি ওজনের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন গৌরি পত্ত উদ্ধার করেছে র‌্যাব-৫। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

বুধবার (২৬ মে) দুপুরে উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের উত্তর কাশিপুর নামক এলাকা থেকে এই প্রত্নতাত্ত্বিকটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ওই এলাকার মৃত তুরা মোহাম্মদ এর ছেলে ধন মোহাম্মদ (৬৫) তার নিজ বসতবাড়ির ভীত কাটার সময়ে নির্মাণ শ্রমিক জনৈক আব্দুল কাদের কর্তৃক মাটি খনন কালে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন গৌরী পত্ত পাওয়া যায়।

পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি টহল দল অভিযান পরিচালনা করেন।

এসময় ঘটনাস্থল থেকে ১০৩ কেজি ওজনের গৌরি পত্তটি উদ্ধার করা হয়। যার বৃত্তাকার অংশের দৈর্ঘ্য ৭৮ সে.মি, ব্যাস ২৪ সে.মি, মাঝখানে ৯ সে.মি ব্যাসের ফাঁকা বৃত্ত এবং পুরুত্ব ৬ সে.মি. এছাড়াও গোলাকার অংশের একদিকে ৯ সে.মি. লম্বা অংশ (ফলক) বলে জানা যায়।

পরবর্তীতে উদ্ধারকৃত নিদর্শনটি নিকটস্থ প্রত্নতাত্ত্বিক যাদুঘরে হস্তান্তরের জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন