fbpx
সংবাদ শিরোনাম
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস সিএনজি সংঘর্ষ, প্রাণ কেড়ে নিলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর শিবপুরে নকল ডিবি সেজে ডাকাতি, আসল ডিবির হাতে ৭ ডাকাত গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে ঐতিহ্যবাহী দোল উৎসব অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশের ন্যায় স্মার্ট ট্যুরিজম গড়ে তোলা হবে- শিল্পমন্ত্রী বাউয়েট এর নতুন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান বাংলাদেশের উন্নয়ন হচ্ছে অ-সুখের, অধঃপতন হচ্ছে সুখের – গোলাম মোহাম্মদ কাদের যশোর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বিপুলকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার পরিবেশবান্ধব উন্নয়নের জন্য গ্রিন এন্ড ক্লাইমেট রেজিলেন্ট ডেভেলপমেন্ট নীতিমালা অনুসরণ করছে সরকার – পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী ভুটানের সাথে জনযোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্রমন্ত্রীর ইবি ফটোগ্রাফিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

এমপি জাফর আলম’র নির্দেশে পানি বন্দী মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দিচ্ছে চবি ছাত্রলীগের নেতা মনসুর আলম

                                           
মোঃ সরওয়ার হোছাইন 
প্রকাশ : সোমবার, ২ আগস্ট, ২০২১

কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ বন্যায় খাবার সংকটে থাকা পরিবারগুলোর মাঝে রান্না করা, শুকনো খাবার ও চাউল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ জাফর আলম এমএ।

এছাড়াও তিনি গত বৃহস্পতিবার রাত থেকে বিভিন্নস্থানে কর্মতৎপরতার অংশ হিসেবে এখানে-ওখানে ছুঁটে যান।পানিবন্দী থাকা পরিবারগুলোর মাঝে চতুর্থ দিনের মতো এমপি জাফর আলমের পক্ষ থেকে অন্যান্য ইউনিয়নের পাশাপাশি কোনাখালী ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডের বন্যার্ত পরিবারগুলোর জন্য চাউল পৌঁছে দিয়েছেন।

এই কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয় কোনখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শামসুল ইসলাম ও চবি ছাত্রলীগ নেতা, আগামী কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, মনসুর আলমকে। তারা সারাদিন ধরে নৌকায় করে বাড়ি বাড়ি গিয়ে নতুন করে ৩০০পরিবারের মাঝে চাউল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে

এ বিষয়ে এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী বলেন, বন্যাকবলিত এলাকায় পানিবন্দি থাকা পরিবারগুলোর মাঝে এমপি মহোদয়ের পক্ষ থেকে রান্না করা বিরিয়ানী ও শুকনো খাবার ও চাউল বিতরণ কার্যক্রম অব্যাহতভাবে চলছে। এই পর্যন্ত ৩১ হাজার হাজার পরিবারকে এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এতে বন্যা কবলিত এলাকার পরিবারগুলো খুব খুশি। এই তৎপরতা অব্যাহতভাবে চলবে,

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন