fbpx
সংবাদ শিরোনাম
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস সিএনজি সংঘর্ষ, প্রাণ কেড়ে নিলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর শিবপুরে নকল ডিবি সেজে ডাকাতি, আসল ডিবির হাতে ৭ ডাকাত গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে ঐতিহ্যবাহী দোল উৎসব অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশের ন্যায় স্মার্ট ট্যুরিজম গড়ে তোলা হবে- শিল্পমন্ত্রী বাউয়েট এর নতুন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান বাংলাদেশের উন্নয়ন হচ্ছে অ-সুখের, অধঃপতন হচ্ছে সুখের – গোলাম মোহাম্মদ কাদের যশোর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বিপুলকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার পরিবেশবান্ধব উন্নয়নের জন্য গ্রিন এন্ড ক্লাইমেট রেজিলেন্ট ডেভেলপমেন্ট নীতিমালা অনুসরণ করছে সরকার – পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী ভুটানের সাথে জনযোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্রমন্ত্রীর ইবি ফটোগ্রাফিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কর্ণিয়া ও শেখ সাদির ‘ইচ্ছে হলে’

                                           
মামুন অর রশিদ বিজন
প্রকাশ : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

‘পাওয়ার ভয়েস’ খ্যাত সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া প্রথমবারের মতো কণ্ঠ মেলালেন ‘ললনা’ খ্যাত এই সময়ের জনপ্রিয় গায়ক শেখ সাদীর সঙ্গে। ‘ইচ্ছে হলে’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল।

অডিওর পর গানটির ভিডিও নির্মাণের কাজও শেষ। রাজধানীর উত্তরায় সুন্দর লোকেশনে গানটির ভিডিও চিত্র নির্মাণ করা হয়েছে। জেডএম স্টুডিওর ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমন। গানটিতে অভিনয়ও করেছেন এই জনপ্রিয় দুই কন্ঠ শিল্পী।

১০ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় কর্ণিয়ার নিজস্ব জেডএম স্টুডিওর ইউটিউব চ্যানেলের ব্যানারে প্রকাশ করা হবে গানটি।

গান প্রসঙ্গে কর্ণিয়া বলেন, ‘একদম ভালোবাসার একটি গান এটি। নিজ উদ্যোগেই গানটি তৈরি করেছি। সুর করার পর ভাবছিলাম কার সঙ্গে দ্বৈত করা যায়। তখনই জুয়েল মোর্শেদ ভাই শেখ সাদীর কথা বলেন। আমার কণ্ঠের সঙ্গে মানিয়ে সে দারুণ।’

কর্ণিয়া আরও বলেন, ‘ইচ্ছা ছিল আউটডোরে গানটির ভিডিও করব। কিন্তু করোনার কারণে তা আর সম্ভব হয়নি। ইনডোরে শুটিং হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কিছু করার। আশা করি শ্রোতারা পছন্দ করবেন।’

শেখ সাদী বলেন, ‘কর্ণিয়া আপুর কণ্ঠ চমৎকার। তার সঙ্গে গানটি গাইতে পেরে ভালো লাগছে। আমার ভক্তরাও এটি পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন